করোনায় আক্রান্ত জাতীয় দলের অফস্পিনার মিরাজ

0

স্পোর্টস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে খেলতে পারছেন না মিরাজ।

জাতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ করে দিতে এইচপি দলের বিপক্ষে ‘এ’ দলের ম্যাচ আয়োজন করেছে বিসিবি। চার দিনের এই ম্যাচে খেলতে পারছেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।  জানা গেছে, তার বাবা অসুস্থ থাকায় ছুটি নিয়েছিলেন। আজ তিনি চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন।

পেসার ইবাদত হোসেন চৌধুরীকে জরুরি ভিত্তিতে বিমানবাহিনী থেকে ডাক পড়ায় খেলতে পারছেন না। আরেক পেসার আবু জায়েদ রাহী খেলতে পারছেন না শারীরিক অসুস্থতায়। কোভিড আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে মাঠে নামায়নি টিম ম্যানেজমেন্ট।

‘এ’ দল এবং এইচপি দল নিজেদের মধ্যে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। দ্বিতীয়টি চার দিনের ম্যাচটি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। একদিনের ম্যাচগুলো হবে ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.