কাপ্তাই হ্রদে পড়ে সাবেক ইউপি সদস্য নিখোঁজ

0

সিটি নিউজ ডেস্ক : রাঙামাটির  কাপ্তাই উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকা থেকে পড়ে সাবেক ইউপি সদস্য অমর চাকমা ( ৫৫) নিখোঁজ হয়েছেন।

রোরবার ( ১৯ সেপ্টেম্বর) বিকেলে কাপ্তাই ইউনিয়নের দুর্গম  ১ নং ওয়ার্ডের ভাইবোনছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  রোববার বিকেলে সাবেক ইউপি সদস্য  অমর চাকমা নৌকাযোগে নিজ বাড়িতে যাওয়ার সময় উপজেলার কাপ্তাই ইউনিয়নের দুর্গম ভাইবোনছড়া এলাকায় কাপ্তাই হ্রদে নৌকা  থেকে পড়ে নিখোঁজ হন।

কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, সন্ধ্যায় খবরটি জানার পর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকাটি অনেক দুর্গম, তাই  সোমবার সকালে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঐ এলাকায় গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান করবে।
কাপ্তাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল চাকমা বলেন, নিখোঁজের পর এলাকাবাসী পানিতে তল্লাশি চালিয়েছেন।

ঐই ব্যক্তির কোন সন্ধান পায়নি।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.