আয়ে মেসিকে পেছনে ফেলে শীর্ষে রোনালদো

0

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। তারা দুজন চিরপ্রতিদ্বন্দ্বীও। প্রতিনিয়তই মাঠের লড়াইয়ে একের পর এক রেকর্ড গড়ে ছাড়িয়ে যান একে অন্যকে।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোল ডট কমের বরাতে বুধবার (২২ সেপ্টেম্বর) জানা গেছে, বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা।

এ ছাড়া সেরা চারে আছেন মেসির পিএসজির দুই সতীর্থ নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ায় এ বছর ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারের তালিকায় মেসিকে টপকান রোনালদো।

২০২১-২২ মৌসুমের কর পরিশোধের আগে পর্তুগিজ ফুটবল রাজপুত্রের উপার্জন দাঁড়াবে সাড়ে ১২ কোটি ডলারেরও বেশি। এর মধ্যে ৭ কোটি ডলার উপার্জন করবেন বেতন-বোনাস থেকেই। অর্থাৎ বাণিজ্যিক চুক্তি থেকে রোনালদোর আয় সাড়ে ৫ কোটি ডলার। এ ছাড়া স্পনসরশিপ থেকে সর্বোচ্চ উপার্জনকারী খেলোয়াড়ের তালিকাতেও শীর্ষে অবস্থান তার।

ফোর্বসের সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় ১১ কোটি ডলার নিয়ে রোনালদোর ঠিক পরেই অবস্থান মেসির। সাড়ে ৯ কোটি ডলারে তৃতীয় স্থানে নেইমার। অন্যদিকে, তালিকায় চারে থাকা এমবাপ্পের আয় ৪ কোটি ৩০ লাখ ডলার। এমবাপ্পের চেয়ে ২০ লাখ ডলার কম পেয়ে পঞ্চম স্থানে লিভারপুলের মিসরীয় তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

মেসি-রোনালদোর পর সেরা দশে আছেন যথাক্রমে বায়ার্নের পোলিশ তারকা রবার্ট লেওনডস্কি। যার উপার্জন সাড়ে ৩ কোটি ডলার। আন্দ্রেস ইনিয়েস্তার সাড়ে ৩ কোটি ডলার, পল পগবার ৩ কোটি ৪০ লাখ ডলার, গ্যারেথ বেলের ৩ কোটি ২০ লাখ ডলার এবং এডেন হ্যাজার্ডের ২ কোটি ৯০ লাখ ডলার।

এর আগে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের কাছে জনপ্রিয় ‘ফিফা ভিডিও’ গেমে সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা পেয়েছিল। যেখানে দেখা যায়, সর্বোচ্চ রেটিং নিয়ে শীর্ষে আছেন পিএসজির তারকা লিওনেল মেসি। চলতি বছরে ফুটবলের এই মহাবিস্ময়ের রেটিং ৯৩। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লিওনডস্কি। যার রেটিং ৯২।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন। তালিকায়, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন চতুর্থ এবং পিএসজিতে মেসির সতীর্থ কিলিয়ান এমবাপ্পে পঞ্চম এবং নেইমার ষষ্ঠ অবস্থানে রয়েছেন।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.