বাতিল হলো সার্কের বৈঠক

0

আন্তর্জাতিক ডেস্ক : সহমতের অভাবে’ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জোট সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনের (সার্ক) পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক বাতিল ঘোষণা করা হয়েছে।

চলতি সপ্তাহে নিউইয়র্কে সার্কের অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকে তালেবানের উপস্থিতির দাবি তোলে পাকিস্তান। যার জেরে প্রতিবাদ করে অন্য দেশগুলো।

বিষয়টি নিয়ে একমত না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠকই বাতিল করা হয় বলে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দক্ষিণ এশিয়ার আটটি দেশ মিলে বাণিজ্যিক ও কূটনৈতিক সহযোগিতা বাড়িয়ে তুলতে তৈরি হয়েছে সার্ক গোষ্ঠী। সদস্য দেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান।

তবে শুরু থেকে সদস্য দেশগুলোর মধ্যে দেখা দেয় মতানৈক্য। বিশেষ করে, ২০১৬ সালে কার্যত অচল হয়ে যায় সার্ক গোষ্ঠী।

ওই বছর ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা ছিল সদস্য দেশগুলোর। তবে উরিতে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে সেই বৈঠক বয়কট করে ভারত। তারপর থেকে সেই অর্থে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করেনি গোষ্ঠীটি।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.