সাপে কামড়ালে যা করবেন

0

লাইফস্টাইল ডেস্ক : আমাদের দেশের গ্রামগঞ্জে প্রায়ই সাপের কামড়ে মৃত্যুর খবর শোনা যায়। তবে সাপে কামড়ালে অধিকাংশ মানুষেরই যে ভয়ে মৃত্যু হয় এ কথা অনেকেরই জানা।

প্রচলিত কিছু ধারণা, কুসংস্কারের বশে অনেকেই সাপের কামড়ে আক্রান্তের ওপর এমন কিছু টোটকা প্রয়োগ করেন, যাতে হিতে বিপরীত হয়। সাপে কামড়ানোর পরে সঠিক পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি।

সাপে কামড়ালে যে কাজগুলো করবেন না:

সাপে কামড়ানোর পরে কখনোই কোনো ব্যথা কমানোর ওষুধ আক্রান্তকে খাওয়াবেন না। এর ফলে আক্রান্তের শরীরের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হবে।

অনেক সময় আক্রান্তের যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে।

শরীরের যে অংশে সাপ কামড়েছে, সে জায়গাটি বেশি নড়াচড়া করাবেন না।

আক্রান্তকে হাঁটাচলাও করতে দেবেন না। বেশি হাঁটাচলার ফলে মাংসপেশিতে টান পড়ে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে।

যাকে সাপে কামড়েছে, তাকে কখনোই কাত করে শোয়াবেন না। সব সময় সোজা করে শোয়াবেন। ঠিক যেভাবে স্ট্রেচারের ওপর শোয়ানো হয়।

যে স্থানে সাপে কামড় দিয়েছে, তার আশেপাশে কখনোই কেটে দেবেন না। এমন করলে রক্তে দ্বিগুণ গতিতে সাপের বিষ ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে মস্তিষ্কেও। এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

টোটকা বা কুসংস্কারে বিশ্বাস না রেখে সাপে কামড়ালে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.