নালায় পড়ে নিখোঁজ ব্যবসায়ীর ছেলেকে চাকরির নিয়োগপত্র হস্তান্তর করেন চসিক মেয়র

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ ব্যবসায়ী ছালেহ আহমেদের ছেলে সাদেকুল্লাহ মহিমকে চাকরি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

মঙ্গলবার (১২ অক্টোবর) চসিকের অস্থায়ী কার্যালয়ে তাকে চাকরির কাগজপত্র হস্তান্তর করেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। 

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক‌। তিনি বলেন, আমরা সাদেকুল্লাহ মহিমকে চাকরির নিয়োগপত্র বুঝিয়ে দিয়েছি। তিনি এসএসসি পাস করেছেন। সেই অনুযায়ী তাকে চসিকের যান্ত্রিক বিভাগের অধীনে চাকরি দিয়েছেন মেয়র। আগামীকাল (বুধবার) থেকে যে কোনো দিন তিনি চাকরিতে যোগদান করতে পারবেন। আমরা তাকে ফিলিং স্টেশনে টোকেন লেখার কাজে নিয়োজিত করার কথা ভাবছি।

ছালেহ আহমেদের ছেলে সাদেকুল্লাহ মহিম বলেন, মেয়র আমার পরিবারকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন।

উল্লেখ, গত ২৫ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় আয়োজন রেস্টুরেন্টের সামনে পা পিছলে নালায় পড়ে যান ব্যবসায়ী ছালেহ আহমেদ। দুর্ঘটনাস্থল ওই নালায় কোনো স্ল্যাব ছিল না। এ ঘটনার একটি ভিডিও চিত্র পাওয়া গেছে। তাতে দেখা গেছে, ছালেহ আহমেদ নামে ওই ব্যক্তি একটি বাস থেকে নেমে নালার পাড় ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ কোনো কারণে তিনি ভারসাম্য হারিয়ে পা পিছলে নালায় পড়ে যান। এ সময় এক লোক তাকে টেনে ধরতে হাত বাড়িয়েছিলেন কিন্তু তিনি আর উঠতে পারেননি।

ছালেহ আহমদ নগরীর চকবাজারের কাঁচামালের ব্যবসা করতেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। এ ঘটনার  পরে তার বাসায় সান্ত্বনা দিতে গিয়ে পরিবারের একজনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন মেয়র। সেই অনুযায়ী মহিমকে চাকরি দেওয়া হয়েছে। তবে এখনো ছালেহ আহমদের কোন সন্ধান পাওয়া যায়নি।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.