পূজামন্ডপে ফরিদ মাহমুদের শারদ শুভেচ্ছা বিনিময়

0

চট্টগ্রাম,সিটি নিউজ : সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন,করোনা মহামারিতে আমাদের জীবন জীবিকার অনেক ক্ষতি হয়েছে।আমরা অনেককে হারিয়েছি।আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছি।বিপদের দিনে মানুষ চেনা যায়।মাননীয় প্রধানমন্ত্রী জাতীকে আগলে রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।এবারের বিপদে অন্য রাজনৈতিক দলের নেতাদের খুঁজে পাওয়া যায়নি।প্রধানমন্ত্রী নেতৃত্বে করোনা মোকাবেলা করে জাতি ঘুরে দাঁড়িয়েছে। শারদীয় দুর্গোৎসবে কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে আগতদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো তিনি বলেন।
এসময় প্রশাসন ও রাজনৈতিক গন্যমান্য ব্যাক্তিবর্গের মাঝে বক্তব্য রাখেন সহকারী পুলিশ কমিশনার বায়েজিদ জোন মোঃ শাহ আলম,১৪ নং লাল খান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল,সংরক্ষিত মহিলা কাউন্সিলার আনজুমান আরা বেগম আনজুম,খুলশী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান,নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহম্মেদ,দেলোয়ার হোসেন দেলু,আশরাফুল গনি,জাফর আহমেদ রাহাত,মনির হোসেন টিটু, নাজমুল হাসান রুমি সভাপতি স্বপন চৌধুরী, সাঃসম্পাদক অনিল ঘোষ,ননী দাস,স্বপন সিংহ,বিশ্বজিত বিষু,তপন সিংহ, প্রবির দাস,দেবাশিষ দেবু,পুজন লোধ,সুমন দাশ,প্রদিপ সেন ইয়াসিন ভুইয়া,সালামত উল্লাহ মানিক,মোবারক উল্লাহ রিগ্যাল,সালাউদ্দিন লাভলুমোঃ কাউসার,অজিত মল্লিক,প্রকাশ দাশ,শান্ত দাশ,সাঃ সমপাদকঃমানিক দাশ,রাজীব শীল,শ্রী খোকন দাশ,ক্রিশান দাশ প্রমুখ।
নেতৃবৃন্দ তিনটি ওয়ার্ডের মোট ৭টি পুজামন্ডপ ঘুরে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.