ধর্মীয় কোমল অনুভূতিকে যারা অপব্যবহার করে তারা ঘৃণার পাত্র- ফরিদ মাহমুদ

0

সিটি নিউজ : চট্টগ্রাম নগরীর শুলক বহর ওয়ার্ডের আদর্শ পাড়ায় পূজারীদের সাথে মত বিনিময়কালে সমাজ সেবক ফরিদ মাহমুদ বলেন,একটি গোষ্টি মানুষের ধর্মীয় কোমল অনুভূতিকে অপব্যবহার করে দেশে সংঘাত সৃষ্টি করতে চায়।এরা এতোটাই জঘন্য যে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্যে তারা ধর্মের পবিত্র গ্রন্থ ব্যবহার করতে কুণ্ঠিত বোধ করেননি।এসব মানুষ সমাজে সকল ধর্মপ্রাণ মানুষের কাছে ঘৃণার পাত্র।এ ধরনের মানুষের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে।
নাছিরাবাদ আদর্শপাড়া পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবীর চিত্তের প্রসন্নতা লাভে দুই হাজার মানুষের মাঝে প্রসাদ বিতরণ কালের প্রাক্কালে বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা শেখ নাসির আহমেদ,আশরাফুল গনি চৌধুরী,দেলোয়ার হোসেন দেলু,মেজবাহ উদ্দিন চৌধুরী নোবেল,হোসেন সরওয়ারদী,আর্দশ পাড়া পূজা উদযাপন পরিষদ এর সভাপতি দেবরাজ দাশ গুপ্ত দেবু, সাধারণ সম্পাদক ষ্টালিন দে, সদস্য বিশ্বজিৎ দে, নগরাজ দাশগুপ্ত, কৌশিক দেব বাপ্পী, যুগ্নঅর্থ সম্পাদক পংকজ দে, যুগ্ন অর্থ সম্পাদক সেন্টু কুমার দাশ, সহ-অর্থ সম্পাদক রাজীব দাশ।
পুরোহিত করেন মনতোষ চক্রবর্তী ও রিমন পাঠান প্রমুখ।
মতবিনিময়ের পরে সমাজসেবক ফরিদ মাহমুদ পুজারীদের প্লেটে প্রসাদ তুলে দিয়ে প্রসাদ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।পরে নেতৃবৃন্দ শ্রী শ্রী সন্তোষী মা লোকনাথ মন্দিরে পুজামন্ডপ পরিদর্শন করে মন্দিরের সাধিকা মা কানন বালা দেবী এবং পুরোহিতদের খোঁজখবর নেন। বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.