সীতাকুণ্ডে চেয়ারম্যান পদে ১৮ জনের মনোনয়ন পত্র দাখিল

৪জন বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রবিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলা নির্বাচনী কার্যালয়ে নির্বাচন কর্মকতা কামরুল হাসানের নিকট চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৩৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৯ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ৯জন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী।

যারা মনোনয়ন পত্র জমা দিয়েছে তারা হলেন, ১নং সৈয়দপুর তাজুল ইসলাম নিজামি (আওয়ামী লীগ) ২নং বারৈয়াঢালা রেহান উদ্দিন (আওয়ামী লীগ), মোহাম্মদ আবু জাফর (স্বতন্ত্র-বিদ্রোহী) শম্ভু শর্মা (স্বতন্ত্র), ৪নং মুরাদপুর এসএম রেজাউল করিম বাহার (আওয়ামী লীগ), ৫নং বাড়বকুণ্ড ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী (আওয়ামী লীগ), মোঃ জয়নাল আবেদীন ভুঁইয়া (স্বতন্ত্র), এজেএম বেলাল উদ্দিন-(জাতীয় পাটি), ৬নং বাঁশবাড়ীয়া শওকত আলী জাহাঙ্গীর (আওয়ামী লীগ), আরিফুল আলম চৌধুরী রাজু (বিদ্রোহী), ৮নং সোনাইছড়ি মনির আহমদ (আওয়ামী লীগ), ৭নং কুমিরা মোরশেদ হোসেন চৌধুরী (আওয়ামী লীগ), ৯নং ভাটিয়ারী নাজিম উদ্দিন (আওয়ামী লীগ) মোক্তার হোসেন (স্বতন্ত্র), ১০ নং সলিমপুর ইউনিয়নে মোঃ সালাউদ্দিন আজিজ (আওয়ামী লীগ), মোহাম্মদ নিজাম উদ্দিন (স্বতন্ত্র), গোলাম গফুর (স্বতন্ত্র) এবং কাজী গোলাম মহিউদ্দিন (বিদ্রোহী)।

এদিকে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন (তাজুল ইসলাম নিজামী), ২নং মুরাদপুর ইউনিয়ন( রেজাউল করিম বাহার, ৭নং কুমিরা ইউনিয়ন( মোরশেদ হোসেন চৌধুরী) এবং ৮নং সোনাইছড়ি ইউনিয়ন (মনির আহমেদ) প্রতিদন্ধী প্রার্থী না থাকায় বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। বাকী ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.