৭৫ পরবর্তী প্রতিরোধের প্রেরণা শেখ রাসেল- ফরিদ মাহমুদ

শেখ রাসেলের ৫৮ জন্মদিনে এতিমদের মাঝে খাবার পরিবেশন

0

সিটি নিউজ, চট্টগ্রাম : সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন,৭৫ এর ১৫ আগষ্ট কালোরাত্রিতে বঙ্গবন্ধুকে হত্যা করার পর শেখ রাসেলকেও নিস্তার না দেওয়ার বিষয়টি খুনিদের একটি সুদুরপ্রসারি পরিকল্পনারই অংশ।রাসেলকে হত্যা করা হয়েছে যেন বঙ্গবন্ধুর পরিবার থেকে আর কেউ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।খুনিরা কতোটা নিষ্ঠুর হলে একটি অবুঝ শিশুকে খুন করতে পারে!তারা বুঝতে পারেনি এমন অবুঝ শিশুকে হত্যা করার প্রতিক্রিয়া কি হতে পারে!রাসেল প্রগতিশীল গন মানুষের হৃদয়ে ৭৫ পরবর্তী প্রতিরোধের প্রেরণা হিসেবে কাজ করে।পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
শেখ রাসেল স্কোয়ার্ডের উদ্যোগে কোরান খানি,দোয়া মাহফিল,খাবার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।১২ নং সরাই পাড়া ওয়ার্ডের রাবেয়া রাজ্জাক মাদ্রাসা ও হেফজখানায় কোরানখানির ও মিলাদের পর দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা আলহাজ্ব কলিম উল্লাহ।এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো:রাশেদ চৌধুরী।
আনিছুর রহমান মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নেছার আহম্মেদ,শেখ নাছির আহমেদ,দেলোয়ার হোসেন দেলু,হোসেন সরওয়ার্দী,আশরাফুল গনি,আলী হোসেন,জহির উদ্দিন সুমন,রাশেদ চৌধুরী,নাজমুল হাসান রুমি,ফয়েজ খাঁন,ওমর গনি মানিক,বাবলু দাস,মন্জুরুল আলম রিমু,জালাল উদ্দিন,ইয়াসিন ভূঁইয়া,সালামত উল্লাহ মানিক,আশরাফ আবির রাহাত।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবার,মাননীয় প্রধানমন্ত্রীর জন্যে বিশেষভাবে দোয়া করা হয়।শেষে এতিম অসহায়দের মাঝে শেখ রাসেল দিবস উপলক্ষে খাবার পরিবেশন করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.