সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামে তরুণ আটক

0

সিটি নিউজ : সোশ্যাল মিডিয়ায় (সামাজিক যোগাযোগমাধ্যম) অপপ্রচারের অভিযোগে রিমন শীল নামে (২০) এক তরুণকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার রাতে চট্টগ্রামের কোতোয়ালী মোড় থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, রাজধানীর পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকাণ্ড বলে প্রচার করে একটি চক্র। সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে আমরা অভিযোগ পাই।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। শনিবার রাতে কোতোয়ালি এলাকা থেকে রিমন শীলকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে।

রিমন শীলই সর্বপ্রথম ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য রিমন শীলকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.