আমিরাত ওমেন্স এসোসিয়েশন ফুজাইরা বন্যার্তদের পাশে

মানবিক কাজে সংগঠনের সহযোগীতা অব্যাহত থাকবে

0

গোলাম সরওয়ার,আমিরাত :
মানবতার স্লোগানে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশন ফুজাইরা বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, প্রয়োজনীয় জিনিসপত্র দেয়ার পাশাপাশি দুরারোগ্য আক্রান্ত রোগী ও নিহত পরিবারকে সহযোগীতা প্রদান করেছেন।
রোববার (৭ আগস্ট) বিকেল ৫ টায় বাংলাদেশ সমিতি ফুজাইরা অফিসে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট এর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন’র সহধর্মিণী আমিরাত বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশন প্রেসিডেন্ট,চিত্রশিল্পী ও নারী সংগঠক মিসেস আবিদা হোসেনের নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২য় বারের মতো ১৫০ জনের মাঝে আর্থিক অনুদানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রদান করেছেন। বন্যায় নিহত বাংলাদেশী নাগরিক এস এম সাজ্জাদের স্ত্রীকে এবং দুরারোগ্য আক্রান্ত এক পরিবারকে নগদ আর্থিক অনুদান দেন।

নেতৃবৃন্দরা জানায় ফুজাইরা বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এ পর্যন্ত আমিরাত বাংলাদেশ ওমেন্স এসোসিয়েশন ১ম ও ২য় দফায় পনের লক্ষ টাকা সহযোগীতা করেছেন।
মিসেস আবিদা হোসেন সাংবাদিকদের জানান নিহত এস এম সাজ্জাদের লাশ দুবাই বাংলাদেশ কনস্যুলেট থেকে দ্রুত দেশে পাঠানোর সকল খরচ বহন করবে এবং আগামীতে আরব আমিরাতে মানবিক কাজে সংগঠনের সহযোগীতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেট এর লেবার কাউন্সিলর ফাতেমা জাহান, দূতালয় এর প্রধান মোজ্জাফর হোসেন,বাইজুন চৌধুরী মাহাতাব,জেসমিন আক্তার সিআইপি,শেফা আহমেদ,ফাহমি চৌধুরী মলিনা,সাবিনা সুলতানা, শাহানাজ লিটা, রাশেদা আক্তার, মমতাজ আইয়ুব, শবনম আক্তার, নিসু জাহান লাবণ্য আদিল প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.