আমিরাত আবুধাবি সুন্নী সম্মেলনে আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্

গাউছিয়া কমিটির সেবামূলক কার্যক্রম জোরদারে আহ্বান

0

আমিরাত,সিটি নিউজ : অতীতে গাউসিয়া কমিটি করোনা কালীন সময়ে জাতি ধর্ম নির্বিশেষে লাশ দাফন সহ সেবামূলক কাজ করে গেছেন। ভবিষ্যতেও গাউছিয়া কমিটির কার্যক্রম আরো জোরদার করার জন্য আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্ (মা.জি.আ) সকলের প্রতি আহ্বান জানান।

গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবি শাখার রাহমাতুল্লিল আলামিন সুন্নী সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
রোববার (১৮ সেপ্টেম্বর) বাদে মাগরিব সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ সুদানিজ স‍্যোশাল ক্লাব অডিটোরিয়াম কক্ষে আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান মেহমান-এ আলা হিসেবে তশরীফ আনেন সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (সাঃ) রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত মুর্শিদে বরহক হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ) সাহেব এবং বিশেষ মেহমান-এ আলা হিসেবে তশরীফ আনেন আওলাদে রাসূল (সাঃ) সাহেবজাদা হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্ (মা.জি.আ) সাহেব।
সম্মেলনে হুজুর কেবলার সামনে করোনাকালীন দু’সময়ে গাউছিয়া কমিটির কর্মকান্ডের ডকুমেন্টারি শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বক্তব্য রাখেন বিশেষ মেহমান-এ আলা আওলাদে রাসূল (সাঃ) সাহেবজাদা হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্ (মা.জি.আ) সাহেব।
সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব আইয়ুব সাহেব, ইউএই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ আজম খান সাহেব, ইউএই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব জানে আলম সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন,
ইউএই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ইয়াকুব,ইউএই কেন্দ্রীয় কমিটির সম্মানিত অর্থ সম্পাদক আলহাজ্ব তহিদুল আলম সাহেব,ইউএই কেন্দ্রীয় কমিটির ধর্ম সম্পাদক আলহাজ্ব মাওলানা ফজলুল কবীর চৌধুরী,
ইউএই কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ অর্থ সম্পাদক আলহাজ্ব সরোয়ার আলম ,আবুধাবী শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আজিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী সাহেব,ধর্ম সম্পাদক মাওলানা মঈনউদ্দিন সহ আরব আমিরাতের সকল প্রাদেশিক শাখার নেতৃবৃন্দ।
মাহফিল যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিন
সর্বশেষে দেশ বিদেশের সকল পীর ভাইবোন এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান মেহমান-এ আলা সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসূল (সাঃ) রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত মুর্শিদে বরহক হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ)।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.