শারজাহ,সিটি নিউজ : চট্টগ্রাম ৮ আসনের সদ্য প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও স্নেহধন্য ছিলেন। তিনি বাঙালির মুক্তিসংগ্রামে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন।চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে যে কয়জন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তাদের মধ্যে তিনিও ছিলেন একজন অন্যতম। তাঁর রাজনৈতিক চিন্তা চেতনার দিকদর্শন ছিল গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের ভাগ্য পরিবর্তন,দেশের সার্বিক উন্নয়ন।
সংযুক্ত আরব আমিরাত শারজাহ একটি রেষ্টুরেন্টে ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ৮ টায় বিশিষ্ট ব্যবসায়ী চন্দনাইশ সমিতি ইউএই এর প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার ও আমিরাত ব্যবসায়ী শহিদুল ইসলাম দিনু আয়োজিত দোয়া মাহফিল,মেজবান ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
সংগঠক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় লায়ন নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও চসিক সাবেক প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
বিশেষ অতিথি ছিলেন আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ দুবাই এর উপদেষ্টা অধ্যাপক আবদুল সবুর,বাংলাদেশ সমিতি শারজাহ সভাপতি এম এ বশর, বাংলাদেশ সমিতি শারজাহ সিনিয়র সহ সভাপতি ইসমাঈল গনি চৌধুরী,বঙ্গবন্ধু পরিষদ আজমানের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দীন চৌধুরী, দুবাই আওয়ামীসভাপতি হাজী শফিক, দুবাই আ. লীগ আহবায়ক মহিউদ্দিন ইকবাল,দুবাই বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক আবুল কাশেম,শারজাহ বঙ্গবন্ধু পরিষদের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সিরাজদ্দৌলা,রাস আল কাইমা বাংলাদেশ প্রাইভেট স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি পেয়ার মোহাম্মদ। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ বচন মিয়া,মোহাম্মদ আজগর প্রমুখ। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালানা করেন মৌলানা মোহাম্মদ আমিনুল হক।
এ বিভাগের আরও খবর