আরব আমিরাতে উদ্বোধন ‘পানি’ কোম্পানি

0

সিটি নিউজ,আজমান : সংযুক্ত আরব আমিরাত আজমানে তরুণ উদ্যোক্তা,সাংবাদিক আব্দুল হালিম নিহন ও আবু তালেবের যৌথ পরিচালনায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানবিশুদ্ধ PANI (পানি) কোম্পানির যাত্রা শুরু।
প্রবাসে বাঙালী ভাষাকে প্রাধান্য দিয়ে পানি নামের প্রতিষ্ঠান চালুর মধ্যদিয়ে গণমাধ্যমকর্মীদের ব্যবসায় মনযোগী করে তুলবে বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুবাই বাংলাদেশ কন্সুলেট’র কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
প্রতিষ্ঠানের সিইও আব্দুল হালিম নিহন এর সভাপতিত্বে ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ কন্সুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুলেটের দ্বিতীয় সচিব মো: বদরুল আহমেদ, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সভাপতি ও এস এ টিভির ইউএই প্রতিনিধি সিরাজুল হক, বাংলাদেশ প্রেসক্লাব আরব আমিরাতের সভাপতি, সময় টিভি আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সহ সভাপতি, প্রবাস মেলা আমিরাত প্রতিনিধি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক, নিউজ২৪ আমিরাত প্রতিনিধি আব্দুল আলীম সাইফুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মেহেদি, সাংগঠনিক সম্পাদক মাই টিভির আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিটি নিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার, বাংলাদেশ প্রেসক্লাব আরব আমিরাতের সদস্য নিউজ২৪ আবুধাবি প্রতিনিধি মামুন মাহিন, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সদস্য, কিউটিভি আরব আমিরাত প্রতিনিধি মো: রেদোয়ান, অনলাইন গণ টিভির চেয়ারম্যান ইয়াসির আরাফাত খোকন, কক্সবাজার বানীর আরব আমিরাত প্রতিনিধি ওসমান সরোয়ার, আইএসটির ব্যবস্থাপনা পরিচালক মো: রনি, বাংলাদেশ প্রবাস ক্লাব আরব আমিরাতের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, আল ইমরান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সফলতা কামনা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.