আবারো প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি তাকরিম

0

সিটি নিউজ,দুবাই : সংযুক্ত আরব আমিরাত ইউএই’র দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবারো বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। ১৪ বছর বয়সী তাকরীম আরবদেশে একজন হাফেজ হিসেবে প্রতিযোগিতায় বিশ্বের ৮০ টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।
প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাত শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রশিদ মোহাম্মদ আল মাকতুম হাফেজ তাকরিমের হাতে বিজয় সম্মাননা তুলে দেন।
এর আগেও ২৫তম প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ তাকরিম প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন।
মঙ্গলবার ৪ এপ্রিল বাদ এশা নামাজের পর দুবাইয়ের আল মামজার এলাকায় অবস্থিত কালচারাল এন্ড সায়েনটিফিক এসোসিয়েসন মিলনায়তনে ২৬ তম আসরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাফেজ তাকরীমেরর নাম প্রথম হিসেবে ঘোষণা করেন।প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় স্থান অধিকার করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান।
দুবাই সরকার আয়োজিত বিশ্বের সকল দেশের হাফেজগণ এ প্রতিযোগিতায় প্রতি বছর অংশগ্রহণ করেন। এবার অংশ নিয়েছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়ার নানাদেশের কোরআনে হাফেজরা।
কোরআন প্রতিযোগিতার মূল পর্বে নিয়ম অনুযায়ী, তিলাওয়াতের সময় একাধারে পাঁচটি প্রশ্নের নির্ভুল উত্তর দেন তাকরিম। কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তার ভুল হয়নি। উপহার দিয়েছেন স্বভাবধর্মী মুগ্ধকর তিলাওয়াত।
এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।
তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র।তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক । তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে।
এদিকে হাফেজ তাকরীমের প্রথম স্থান অধিকার অর্জন করায় বাংলাদেশ কমিউনিটির মাঝে ব্যাপক আনন্দ-উল্লাস বিরাজ করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.