সিটি নিউজ,আমিরাত : সংযুক্ত আরব আমিরাত আজমানে আল হারামাইন পারফিউম কোম্পানির ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহাতাবুর রহমান নাসির সিআইপি সাংবাদিকদের বলেন,আমিরাতে বাংলাদেশী ব্যবসায়ীদের অনেক সুনাম রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের সুনাম ঐতিহ্যের মাধ্যমে আমিরাত সরকার বাঙ্গালী ব্যবসায়ীদের সম্মানের পাশাপাশি অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। আমিরাত সরকারের কাছে আজমানের একটি সড়ক আল হারামাইনের নামে করার জন্য প্রস্তাব করেছি বলেই সড়কের নামকরণের কাজ চলছে। কারন আমিরাতে বাংলাদেশের নামে কোন সড়ক নেই। এজন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন করছি। আজমানে আল হারামাইনের অনেকগুলো ভবন শ্রমিকদের স্টাফ কোয়ার্টার, কারখানা, ব্যাবসা প্রতিষ্ঠানসহ অনেক জায়গা জমি রয়েছে।
তিনি বলেন, ১৯৯১ সনে আল হারামাইন এখানে যখন যাত্রা শুরু করেন তখন আশপাশে তেমন কিছুই ছিলোনা। সেসময় মানুষের কাছে আজমানের নির্দিষ্ট ঠিকানা জানতে চাইলে তখন আল হারামাইনের পাশে যাবো বলে উল্লেখ করতো মানুষ। এজন্য সড়কটি আল হারামাইনের জন্য প্রস্তাব করেছি। তারা আমার প্রস্তাবটি গ্রহন করেছেন। আমার বিশ্বাস এবং আশা করি যে তারা সড়কটি আল হারামাইনের নাম দিবে। এখানে আমিরাতে বিভিন্ন শহরে অনেক সড়ক রয়েছে যদি বাংলাদেশ সরকার থেকে আমিরাত সরকারকে প্রস্তাব দেন যে কোন একটি সড়ক বাংলাদেশ কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের নামে করার জন্য তাহলে তারা প্রস্তাব গ্রহন করতে পারে।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে সুপ্রতিষ্ঠিত বাংলাদেশী কোম্পানি আল-হারামাইন পারফিউম কোম্পানির স্বত্বাধিকারী এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসির (সিআইপি) আয়োজনে বিভিন্ন দেশ ও বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দগণসহ শ্রমিকদের সম্মানার্থে আজমানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ এপ্রিল ইফতার মাহফিলে প্রায় পাচঁ হাজার পুরুষ ও নারী অংশগ্রহনে মুখরিত হয়ে উঠে ফ্যাক্টরি প্রাঙ্গন। ইফতার শৃংঙ্খলা ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন আজমান পুলিশ।
মাহাতাবুর রহমান নাসির (সিআইপির) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কন্সুলেট জেনারেল বি এম জামাল হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবু জাফর সিআইপি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই সহ সবাপতি রাজা মল্লিক, আইয়ুব আলী বাবুল সিআইপি, সাইফুদ্দিন আহমেদ, আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ীগণ, আমিরাতে অবস্থানরত স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বাংলাদেশের সাংবাদিকবৃন্দ।
মাহাতাবুর রহমান নাসির সিআইপি বলেন, প্রতিবছরের মতো এবারো আরব দেশের সাথে বিভিন্ন দেশের মানুষের মেল বন্ধন ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে এই ইফতার মাহফিল ভুমিকা রয়েছে। বিশাল এ আয়োজনে সবার সহযোগিতা পেয়েছি এবং অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞ।
সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বপ্রথম আমিরাত আইন শৃংঙ্খলার নিয়ম মেনে সকলকে ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসার ইনকাম থেকে কিছু অর্থ এ দেশের সাদকা,যাকাত ফান্ডে বিতরণ করে সরকারের সহযোগী ভূমিকায় থাকার অনুরোধ জানান
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, প্রবাসে থাকা সকল বাংলাদেশীকে দেশের সুনাম অক্ষুন্ন রেখে আমিরাতে কাজ করতে হবে। এ দেশের আইন-শৃঙ্খলার প্রতি সম্মান রেখে বাংলাদেশের ভালো দিকগুলো এই দেশে প্রচার-প্রসার করতে হবে। দুবাই সরকার কর্তৃক ঘোষিত বীমা সবাই যাতে সময় মত করে সেজন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রদূত আরো বলেন, ‘আগামী জুলাইয়ে প্রবাসীদের জন্য এনআইডি কার্ডেরর সিস্টেম চালু হবে।চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের শুরুতে দেশ থেকে একটি কারিগরি টিম আমিরাতে আসবে। আমরা বলতে পারি প্রবাসীরা আগামী জুলাই থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড পাবেন’।
আমিরাতে অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও দুবাইয়ে অবস্থিত কনস্যুলেট থেকে প্রবাসীরা এই সেবা পাবেন।
সবশেষে সকলের নিকট দোয়া,বিশ্ববাসীর শান্তি কামনা এবং ব্যবসা-বাণিজ্য প্রসারে মোনাজাত করা হয়।