দুবাইয়ে এনআইডি নিবন্ধন ও সংগ্রহের প্রশিক্ষণ কার্যক্রম শুরু

প্রবাসীরা জুন মাসে পাবে জাতীয় পরিচয়পত্র

0

সিটি নিউজ,দুবাই : সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সিস্টেম স্থাপন ও প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতে মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
শুক্রবার (১৯ মে) সকাল ১১ টায় এই কর্মসূচির মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রবাসে থেকে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির সুযোগ নিশ্চিত হতে যাচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা  করবেন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে আগত ৫ (পাঁচ) সদস্যের প্রতিনিধি দল।  আগামী ৩১ মে ২০২৩ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে বাছাইকৃত প্রার্থীগণ কনস্যুলেটে স্থাপিত ভোটার নিবন্ধন সিস্টেম কর্মসূচিতে কাজ করবেন। আশা করা যাচ্ছে প্রশিক্ষণ এবং ভোটার নিবন্ধন সিস্টেম স্থাপন শেষে আগামী জুন মাসের শুরুতেই দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীগণ কনস্যুলেট থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও সংগ্রহ করতে পারবেন।
প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাত দ্বিতীয় সচিব বদরুল আহমেদ।
উপস্থিত ছিলেন- কনস্যুলেটের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব ও হেড অব চেন্সারি মোজাফ্ফর হোসেন ও দ্বিতীয় সচিব (প্রটোকল) সাজ্জাদ জহির প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.