বাংলাদেশ-আমিরাত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে দুবাইয়ে চিত্রপ্রদর্শনী
১৬ জন চিত্রশিল্পীর ৮০ টি চিত্রপ্রদর্শনী
গোলাম সরওয়ার,আমিরাত : সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপনে পাঁচ দিনের চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট।
শনিবার (২০মে) সন্ধ্যা ৭ টায় দুবাই আমেরিকান ইউনিভার্সিটির ক্যাম্পাসে দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।
আর্ট গ্যালারীতে ১৬ জন চিত্রশিল্পীর ৮০ টি চিত্রপ্রদর্শনী চলবে শনিবার ২০ মে থেকে ২৪ মে প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
অনুষ্ঠানের কিউরেটর নিহারীকা মোমতাজ, সমন্বয়ক ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাত দ্বিতীয় সচিব বদরুল আহমেদ ও বাংলাদেশ সমন্বয়ক ইমদাদুল হক সুফিসহ এই প্রদর্শনীতে দুই দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের মধ্যে বাংলাদেশের প্রখ্যাত ১১ জন এবং আরব আমিরাতের ৫ জন অংশগ্রহণ করেছেন।
“সংস্কৃতির সেতুবন্ধন: চিত্রকলায় বাংলাদেশ” শিরোনামে অনুষ্ঠিত চিত্রশিল্পীদের রং তুলিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফর এবং আমিরাত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ছবি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। এর মধ্য দিয়ে দুই দেশের সমৃদ্ধ শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব বলে জানান আয়োজকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনস্যুলেটের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার এবং দুই দেশের অংশগ্রহণকারী চিত্রশিল্পীবৃন্দ ছাড়াও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।