‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য’

0

নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) ও জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সাথে এক সৌজন্য সাক্ষাতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন , ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইন নিউজ পোর্টাল গুলোর অবদান অনস্বীকার্য৷ সংবাদপত্র হিসেবে অনলাইন মিডিয়াকে মূল স্রোতধারায় নিয়ে আসা দরকার৷

তিনি আরো বলেন, যেহেতু অনলাইন সংবাদগুলো দেশের গন্ডি পেরিয়ে বহি:বিশ্বে ছড়িয়ে পড়ছে তাই তথ্য প্রয়োগের ক্ষেত্রে অনলাইন মিডিয়াকে আরো একটু সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে৷ অনলাইনের জন্য নীতিমালা থাকা দরকার ৷ সে নীতিমালা যখনই আইন আকারে সংসদে উপস্থাপন করা হবে তাকে আইনে পরিনত করতে সহায়তা দেয়া হবে৷

তিনি অনলাইন মিডিয়াকে ডিজিটাল বাংলাদেশ গড়ার সারথি হিসেবে তথ্য সংগ্রহে সর্বক্ষেত্রে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান৷
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও জাতীয় সংসদের স্পীকারের সহকারী পরিচালক (জন সংযোগ কর্মকর্তা) আবদুলস্নাহ সিবলী সাদিক৷‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য’

সাক্ষাতকালীন সময়ে বনপা ও অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল ও স্মারক সম্মাননা প্রদান করা হয় ৷ বনপা ও অনলাইন প্রেস ক্লাবের ১৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷

এসময় উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবীদ , বনপার সভাপতি শামসুল আলম স্বপন , বনপা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কর্ণেল (অব:) দিদারুল আলম বীর প্রতীক ( সাব সেক্টর কমান্ডার), বনপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আকতার চৌধূরী , সহ-সভাপতি নির্মল বড়ুয়া মিলন , সহ-সভাপতি ও সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী , সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক রোকমুনুরজামান রণি , সমাজ কল্যাণ সম্পাদক সরকার রুহুল আমিন , মহিলা বিষয়ক সম্পাদিকা জহুরা পারভিন জয়া , সহ- সাংগঠনিক সম্পাদক জুঁই চাকমা , চট্টগ্রাম মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আকতার পপি, সদস্য রাশিদুল হাসান ,সহ- সাংগঠনিক সম্পাদক ওয়ালি উলস্নাহ ও সদস্য সীমা কস্তা ৷

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.