শুধু সংস্থা নয়, দেশের কথাও ভাবুন : এনবিআর চেয়ারম্যান

0

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, শুধু সংস্থার উন্নয়নের কথা ভাবলেই হবে না। বেশি করে শুল্ক ও কর দিন। দেশের কথাও একটু ভাবুন।

বুধবার সকালে এনবিআরের বোর্ডরুমে আগামী ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনায় মো. নজিবুর রহমান এসব কথা বলেন। মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনার আজই প্রথম দিন।

হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও হোটেল-রেস্তোরাঁসহ সেবা খাতের ৪৪টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এনবিআরের মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনা শুরু হয়েছে।

সভাপতিত্বকালে নজিবুর রহমান বলেন, এবার বাজেট জনবান্ধব ও অংশগ্রহণমূলক করতে এনবিআর কাজ করে যাচ্ছে।

প্রাক-বাজেট আলোচনা সভায় ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিনিধিরা তাদের দাবি পেশ করছেন। সভায় এনবিআর সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.