পাকিস্তান ছেড়ে মৌসুমী রহমান লিসবনের পথে

0

 বিশেষ সংবাদদাতা   :    পাকিস্তান ছেড়ে মৌসুমী রহমান এখন লিসবনের পথে। সেখানকার স্থানীয় সময় বিকেলে সাড়ে চারটার পর (বাংলাদেশের সময় রা​ত সাড়ে ১০ টা) পর্তুগালের রাজধানীতে তাঁর পৌঁছানোর কথা।
পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত ই​মতিয়াজ আহমেদ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগামী সপ্তাহে মৌসুমী বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর হিসেবে কাজে যোগ দেবেন।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জেরে ইসলামাবাদ গত মঙ্গলবার বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ফিরিয়ে নিতে বলে। ফারিনাকে প্রত্যাহারের জের ধরে পাকিস্তান যে পাল্টা পদক্ষেপ নেবে, সরকার এটি আগেভাগেই আঁচ করতে পেরেছিল। তাই সরকার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমানকে ঢাকায় না এনে লিসবনে বদলির সিদ্ধান্ত নিয়েছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.