বাড়ি ফিরলেন খালেদা

0

অনেক নাটকীয়তার পর অবশেষে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ৩ জানুয়ারি রাত থেকে খালেদা জিয়া গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছিলেন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বর্ষপূর্তির দিনে রাজধানী ঢাকায় সমাবেশ কর্মসূচিকে ঘিরে ওই রাত থেকে তাঁকে কার্যালয়ে অবরুদ্ধ করে তালা মেরে দেওয়া হয়। এরপর ১৯ জানুয়ারি থেকে অবরোধমুক্ত করা হলেও তিনি আর কার্যালয় থেকে বের হননি। ৩ জানুয়ারির পর আজই প্রথম কার্যালয় থেকে বের হয়ে আদালতে যান খালেদা জিয়া। সেখান থেকে যান ‘ফিরোজায়’।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর হলে আদালত থেকে খালেদা জিয়া ঘরে ফিরবেন বলে গতকাল জানিয়েছিলেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
দুর্নীতির এই দুই মামলায় কয়েক মাস ধরে আদালতে হাজির না হওয়ায় বিচারক গত ২৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আজ শুনানি শেষে জামিন পেয়েছেন খালেদা জিয়া।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.