সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, ফটিকছড়ি :  পানিসম্পদ মন্ত্রী ব্যরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি বলেছেন, ‘ক্ষমতাসীন সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। যুগোপযোগী ও সৃজনশীল শিক্ষার বিস্তারে পাঠদান পদ্ধতিতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আগামী প্রজন্মকে শিক্ষার পাশাপাশি ভালো মানুষ সৃষ্টি করতে হবে।’
গত ৯ জানুয়ারী (শনিবার) দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজের নতুন প্রশাসনিক ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘আমাদের দেশে বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে। বর্হি:বিশ্বের সঙ্গে প্রতিযোগীতায় টিকে থাকতে হলে আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সঙ্গে আমাদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকেও লালন করতে হবে। এ সময় মন্ত্রী চট্টগ্রামের প্রাচীনতম এ কলেজে সরকারী করণের সকল উপাদান রয়েছে উল্লেখ করে অচিরেই নাজিরহাট কলেজকে সরকারী করণ করার লক্ষ্যে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘বৈশ্বিক সমৃদ্ধি অর্জনে বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। শুধুমাত্র শিক্ষিত হলে হবেনা; শিক্ষার সাথে জ্ঞানের বিভাজন ঘটাতে হবে।’
কলেজ উন্নয়ন কমিটির সভাপতি শিল্পপতি নাদের খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ এস,এম নুরুল হুদা, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরী মহসীন, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য সাংবাদিক ইউনুস মিয়া, ধলই ইউ.পি চেয়ারম্যান আবুল মনছুর, সদস্য আলমগীর মিয়া, সাবেক সদস্য ডা. নিজাম মোর্শেদ, সাবেক সদস্য মুছা চৌধুরী, সদস্য শাহজাহান, কবি ও ছড়াকার আফছার আহমদ চৌধুরী, শিক্ষার্থী সানজিদা হোসেন প্রমূখ।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পরিচালনা পর্ষদ সদস্য রাজনীতিবীদ মজিবুল হক চৌধুরী, হাটহাজারী কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন, পল্লী বিদ্যুতের ফটিকছড়ির ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ উদ্দিন, সুয়াবিল ইউ.পি চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, ফরহাদাবাদ ইউ.পি চেয়ারম্যান শাহাদাত ওসমান প্রমূখ। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন, অধ্যাপক অণামর্দশী বড়–য়া, কে.এম মহিউদ্দিন, রুজি মজুমদার, মৈত্রী রায় ও ফওজিয়া সুলতানা।
সুধীসমাবেশের আগে মন্ত্রী কলেজের অভ্যন্তরে ফলক উন্মোচন করে কলেজের নতুন প্রশাসনিক ও একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.