সংসদের অধিবেশন আজ থেকে শুরু

0

ঢাকা অফিস : দশম জাতীয় সংসদের নবম অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন দ্বিতীয় মেয়াদের মহাজোট সরকারের তৃতীয় বছরের প্রথম অধিবেশনও এটি। ৪ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে শীতকালীন এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। এর আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও প্রতিদিনের শুরুর সময় নির্ধারণ করা হবে। শীতকালীন অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। নতুন বছরের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। সেই ভাষণের ওপর এমপিরা আলোচনা করবেন। এর আগে গত বছরের ২১ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেয়া হয়।

সংসদীয় রীতি অনুযায়ী, বছরের শুরুতে সংসদের অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। ওইদিন রাষ্ট্রপতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন উন্নয়ন অগ্রগতি তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে অধিকাংশ এমপি নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরার সুযোগ পাবেন। এবারের অধিবেশনে পাসের অপেক্ষায় ২৬টি বিল জমা হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়। দীর্ঘ এই অধিবেশনে এসব বিল পর্যায়ক্রমে পাস হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.