বোয়ালখালীতে গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সভা

0

বোয়ালখালী প্রতিনিধি: বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ বোয়লখালী উপজেলা ইউনিট কমান্ড এর এক সভা বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা কমান্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তপন দস্তিদার।

সভায় বায়ালখালী উপজেলা ইউনিট কমান্ডের আগামী সম্মেলন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ও গেরিলা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সুশীল চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা হারাধন দাশ, বীর মুক্তিযোদ্ধা ডা: শান্তি পদ শীল, বীর মুক্তিযোদ্ধা অলকেশ বড়ুয়ার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ নেছারুল হক এর সন্তান সৈয়দ মঈনুল হাসান খসরু, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত শিব চরণ দাশ এর নাতনী মুক্তা দাশ, উপস্থিত সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ ও বীর মুক্তিযোদ্ধা তপন দস্তিদার।

সভায় মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ কে চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সুশীল চক্রবর্তী কে আহবায়ক, মুক্তিযোদ্ধা অলকেশ বড়ুয়াকে যুগ্ম আহবায়ক, মুক্তিযোদ্ধা হারাধন দাশকে সদস্য সচিব ও মুক্তিযোদ্ধা এখলাছ মিয়াকে যুগ্ম সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি গঠন করা হয়।এছাড়াও যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা উদয়ন নাগ কে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অমল কান্তি নাথ আগামী ফেব্রুয়ারি ২০১৬ সম্মেলনকে সফল করার লক্ষ্যে সার্বিক ভাবে সহযোগিতা প্রদানের জন্য সকল গেরিলা মুক্তিযোদ্ধাদের প্রতি উদাত্ত আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.