ফটিকছড়িতে শহীদমিনার অবহেলায়

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ ,ফটিকছড়ি :     ফটিকছড়িতে বিদ্যালয়ে শহীদমিনার অযত্ন অবহেলায় । ১৯৫২ সালের যে একুশ আমাদের আত্মমর্যাদা ও অহংকার সৃষ্টি করেছিল সে একুশ ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের, অসত্যর বিরুদ্ধে প্রতিবাদের ও সাধারণ মানুষের অধিকার আদায়ের। বাঙ্গালী জাতির আজ যা কিছু অর্জন তার নৈপথ্যে ১৯৫২ এর একুশ। ছোটকালে সকালে একুশের বাংলাভাষা গেয়ে খালি পায়ে শহীদ মিনারে প্রভাত ফেরীতে লাখো মানুষের সমাগম হয়। ফুলে ফুলে পূর্নতা পায় এই শহীদ মিনার ।এসবের ভেতর দিয়ে উপলব্ধি করার চেষ্টা থাকে সকলের শহীদদের আত্মত্যাগের প্রেরণাকে।

এখন সেইগুলো হারিয়ে গেছে দৃশ্যপট থেকে নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠের পূর্বপ্রান্তে রয়েছে ভাষা শহীদের সম্মানার্থে নির্মিত শহীদ বেদী।ছবি দেখেই বুঝতে পারছেন…! শহীদ বেদীতে শুকানো হচ্ছে গরুর গোবর (নীচে) এবং রিতীমত রশী টাঙ্গিঁয়ে কাপড় শুকানোর দৃশ্য যা ছবিতেই দৃশ্যমান।একটি শিক্ষাঙ্গঁনের সমূক্ষে এমন অরক্ষিত শহীদ বেদী আমাদের জন্য লজ্জাজনক নয় কি ? 

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.