লামায় অপহরনের ৯ ঘন্টার পর ২ লক্ষ টাকায় মুক্তি

0

এম.বশিরুল আলম,নিজস্ব প্রতিনিধি লামা  :   লামা উপজেলায় মো. আবুল কাশেম (৬০) নামের এক বাগান কর্মচারীকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। শনিবার গভীর রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের ছালেয়াং পাড়ায় এ ঘটনা ঘটে। অপহৃত আবুল কাশেম ছালেয়াং পাড়ার মৃত কালু মিয়ার ছেলে। অপহরনের নয় ঘন্টা পর রবিবার বেলা ১১টায় দুই লাখ টাকা চাঁদার বিনিময়ে সন্ত্রাসীরা অপহৃতকে ছেড়ে দেয় বলে জানাগেছে ।

স্থানীয়রা জানায়, বেশ ক’দিন আগে সন্ত্রাসীরা আজিজনগরের দুর্গম পাহাড়ি এলাকার আমিরুল ইসলামের বাগান ম্যানেজার আবুল কালামের নিকট দুই লাখ টাকা দাবী করে আসছিল। টাকা না দেওয়ায় শনিবার গভীররাতে ৭-৮ জনের মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী বাগান ম্যানেজার ভেবে তার শশুর কর্মচারী আবুল কাশেমের বসতঘরে হানা দেয়। এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে ম্যানেজারের শশুর আবুল কাশেমকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে বিকাশের মাধ্যমে বাগান ম্যানেজার চাঁদার টাকা পৌঁছে দিলে আবুল কাশেমকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। এদিকে পুলিশ বলছে, অপহরনের পর দিন রবিবার ১১টার দিকে অপহৃতকে রাস্তায় ফেলেরেখে যায় সন্ত্রাসীরা স্থানীয়রা অপহৃত আবুল কাশেম‘র স্বজনদের বরাত দিয়ে বলেন, ঘটনার সময় অপহরনকারীরা ত্রিপুরা ভাষায় কথা বলেছে এবং দুই জনের হাতে দেশীয় তৈরি বন্দুক ছিল।
বাগান কর্মচারী আবুল কাশেমকে অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, অভিযান চালিয়ে অপহৃত আবুল কাশেমকে রোববার সকাল ১১টার দিকে উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.