রোহিঙ্গা শুমারি চলছে বান্দরবানে

0

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে বসবাসরত রোহিঙ্গা নাগরিকদের চিহ্নিতকরণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।

জেলার সাতটি উপজেলায় ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ শুমারি ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে বান্দরবান পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

তিনি বলেন, “সাতটি উপজেলায় রোহিঙ্গাদের চিহ্নিতকরণের প্রাথমিক পর্যায়ের কাজ করছেন ২২৪ জন কর্মী। মার্চের শেষ দিকে চূড়ান্ত শুমারির কাজ শুরু হবে।”

বান্দরবান ছাড়াও খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, চট্টগ্রাম ও পটুয়াখালীতে রোহিঙ্গাদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানান জাহাঙ্গীর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.