চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

0

চট্টগ্রাম : চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। ঊর্ধ আকাশে মেঘ থাকায় ভ্যাপসা গড়ম বেড়েছে। এ অবস্থা আগামীকাল পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে চট্টগ্রামের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র।

এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

চট্টগ্রামের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী  বলেন, ‘বর্তমান অবস্থাটা আবহাওয়ার ট্রানজেকশন পয়েন্ট। ঊর্ধ আকাশে মেঘের আস্তরন থাকায় তাপমাত্রাটা বেড়েছে, যার কারণে ভ্যাপসা গড়ম বিড়াজ করছে। এ কারণে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।’

ঋতুর হিসেবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক নয় জানিয়ে বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘গত দু’দিনের তাপমাত্রার হিসেবে বলা যায়, সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ঠিক থাকলেও, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক নয়। আজ (২২ ফেব্রুয়ারী) চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৩ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।’

আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.