বাঁশখালী স্কুলে সততা সংঘ গঠিত

বাঁশখালী উপজেলার ১৪নং রাতা খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ‘সততা সংঘ’ ও ‘পরামর্শক কাউন্সিল’ গঠনকল্পে এক সভা সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কে.এম. সালাহ্উদ্দীন কামাল। প্রধান অতিথি হিসেবে  ছিলেন বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি তাপস কুমার নন্দী, বিশেষ অতিথি হিসেবে  ছিলেন ইউ.পি সদস্য আলহাজ্ব মোহাম্মদ শফি। সভায় সর্ব সম্মতিক্রমে ৫ম শ্রেণীর ছাত্রী জন্নাতুল সেফা সভাপতি, ৪র্থ শ্রেণীর ছাত্র মো. আরাফাত সাধারণ সম্পাদক এবং নাঈমা আকতার, আমজাদ হোসেন, সাজিয়া বেগম, শরিফ উল্লাহ্, প্রিয়া দাশ, শারমিন আকতার, হৃদয় চক্রবর্ত্তী, তৃষা দাশ ও মর্জিয়া বেগমকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট ‘সততা সংঘ’ গঠন করা হয়। অপর এক প্রস্তাবে প্রধান শিক্ষক প্রনব কুমার সিকদার, পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. জমির উদ্দিন, সদস্য হুরাইন জান্নাত, সহকারী শিক্ষক নাজমুন্নাহার ও সাবরিনা কবিরকে সদস্য করে ০৫ সদস্য বিশিষ্ট একটি ‘পরামর্শক কাউন্সিল’ গঠন করা হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.