বান্দরবানে মেম্বর প্রার্থীর লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে মংনু মারমা (৩২) নামে এক মেম্বর প্রার্থীর লাশ নিখোঁজের দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সোয়া ১২টার দিকে বান্দরবান শহরের প্রু আবাসিক হোটেলের ৫নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। গত রোববার বিকেলে নির্বাচনী পোস্টার নেয়ার জন্য বান্দরবানে আসার পর নিখোঁজ হন তিনি।

মংনু মারমার বাড়ি রুমা উপজেলার নিয়াক্ষ্যং এলাকায়। তিনি উপজেলার পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য প্রার্থী এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িদ ছিলেন।

মংনু মারমার বড় ভাই সেচ্ছাসেবক লীগ নেতা মইনু মারমা জানান, এবার পউন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রার্থী হয়েছিল মংনু। রোববার পোস্টার আনার জন্য বান্দরবানে গেলে নিখোঁজ হয় মংনু। রাতে তার সঙ্গে মোবাইলে কথা হলেও এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। পরে যোগাযোগ করে তারা জানতে পারেন, সে পোস্টারগুলো দোকান থেকে সংগ্রহ করেনি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার সকালে রুমা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে প্রু আবাসিক হোটেলের ৫নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি তারা তদন্ত করছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.