লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ আহত ২১

লক্ষ্মীপুর প্রতিনিধি : ইউপি নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুরে মেম্বার কর্মী সমর্থকদের মধ্যে সংঘরর্ষে উভয় পক্ষের ২১ জন আহত হয়েছেন। এসময় মেম্বার প্রার্থীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন-টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী কামাল উদ্দিন (ফুটবল), ইসমাইল হোসেন (মোরগ) ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা) প্রতীকের এজেন্ট রিয়াজুল করিম।

আজ (৭ মে) শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর মাদরাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে, বাহার উদ্দিন, জয়নাল আবেদিন, রিয়াজ উদ্দিন, লিংকন, দেলোয়ার হোসেন, রাশেদ হোসেন ও জয়নব বানুর নাম জানা গেছে। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, মেম্বার প্রার্থী ইসমাইলের লোকজন অপর মেম্বার প্রার্থী কামাল উদ্দিনের ভাই বাহার উদ্দিনের ওপর হামলা চালায়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় আহত হয় অন্তত ২০ জন।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া জানান, তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.