সিটি কর্পোরেশন গত ৫বছর আল্লাহর ওয়াস্তে চলে- মেয়র আ জ ম নাছির উদ্দিন

0

গোলাম সরওয়ার :   বৃহস্পতিবার বিকেলে নগরীর লালদিঘী ময়দানে নাগরিক কমিটির দেয়া সংবর্ধনা সভায় নব নির্বাচিত সিটি মেয়র নাছির বলেন, ‘সিটি করপোরেশনের বর্তমান অবস্থা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমরা অনেকে জলাবদ্ধতার কথা বলি। অনেক সমস্যার কথা বলি। সিটি করপোরেশনের অাভ্যন্তরীণ পরিবেশ নিয়ে আমরা কেউ কিছু বলিনা।জলাবদ্ধতা বেশী বড় সমস্যা নয়, অপরিষ্কার ও অপরিচ্ছন্নতাই নগরীর সবচেয়ে বড় সমস্যা ।
গত ৫বছর আল্লাহর ওয়াস্তে চলেছে বলে মন্তব্য করেছেন সিটি করপোরেশন নব-নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘জলাবদ্ধতাকে যেভাবে বড় সমস্যা হিসেবে তুলে ধরা হচ্ছে, সেটাকে আমি বড় সমস্যা মনে করি না। অপরিস্কার ও অপরিচ্ছন্নতাই নগরীর সবচেয়ে বড় সমস্যা। সবাই চায় পরিষ্কার-পরিচ্ছন্ন একটি চট্টগ্রাম মহানগর।’

নগরীকে জলাবদ্ধতামুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন আ জ ম নাছির উদ্দিন বিএনপি সমর্থিত মেয়র মনজুর আলমকে হারিয়ে।

সংবর্ধনা সভায় আ জ ম নাছির বলেন, ‘আগে কেউ চট্টগ্রামে আসলে বলতো, চট্টগ্রাম একটি সুন্দর নগর, অত্যন্ত পরিচ্ছন্ন নগর। তখন আমাদের প্রাণপ্রিয় নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী করপোরেশনে মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। এই হারানো গৌরব আমাদের পুনরুদ্ধার করতে হবে। আমরা ৩৬৫ দিন অপরিচ্ছন্নতার শিকার হচ্ছি।’

নতুন মেয়র আ জ ম নাছির বলেন, ‘যখন তুমুল বৃষ্টিপাত হয় তখন জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখন এই জলাবদ্ধতা কতক্ষণ থাকে, এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা, চার-পাঁচ-ছয় ঘন্টা। তারপর পানি নেমে যায়। জলাবদ্ধতা আর অপরিচ্ছন্নতার সাথে আপনারাই পার্থক্য করুন। কোনটাই বড় সমস্যা, আপনারাই বলুন।’

তিনি আরো বলেন, ‘অপরিচ্ছন্নতাই হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা। বর্জ্য বিভাগের সাথে আমি সবসময় যোগাযোগ রাখছি। করপোরেশনের শতভাগ সামর্থ্যকে উজাড় করে দিয়ে কাজ করার জন্য বলেছি। অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে, দীর্ঘসময় অনেক প্রতিকূলতাকে মোকাবেলা করে এ অবস্থায় আসতে সক্ষম হয়েছি। আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে লড়তে চাই। চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই।’

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম আইনজীবি সমিতির সভাপতি মুজিবুল হক, স্বাচিপের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমেদ, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.