ভুজপুর ট্র্যাজেডির ‍মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার

0

ফটিকছড়ি প্রতিনিধি :  ১১ ফেব্রুয়ারি সহিংস হামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন কর্মী নিহত এবং অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী আহত হন। জামায়াত-শিবিরের কর্মীরা এবং গুজবে বিভ্রান্ত স্থানীয় জনতা মিলে এসময় শতাধিক মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন পুড়িয়ে দেয়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় মৌলভী আবুল বশর (৫০) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার সন্ধ্যার দিকে তাকে ভুজপুর ইউনিয়নের পশ্চিম ভুজপুর রোসাইঙ্গ্যাঘোনা জামে মসজিদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বশর ওই ।

ভুজপুর থানার ওসি জানিয়েছেন, গত ১১ ফেব্রুয়ারি ভুজপুরে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে হামলার ঘটনায় উসকানি দিয়েছিল বশর। তিনি মসজিদের মাইক থেকে ‘বড় হুজুরকে মেরে ফেলছে, সবাই এগিয়ে আসুন’ এ ধরনের গুজব ছড়িয়েছিল।

পুলিশ তদন্তে জানতে পারে, আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামের নেতৃত্বে মিছিল ভুজপুরে ঢোকার সময় কাজীরহাট জামে মসজিদের মাইকে ঘোষণা দেয়‍া হয়, ছাত্রলীগের সন্ত্রাসীরা মসজিদে হামলা চালাতে এসেছে, সবাই দা, কিরিচসহ যার যা কিছু আছে তা নিয়ে বাজারে আসুন। এসময় ইউনিয়নের অধিকাংশ মসজিদ থেকে কাজীরহাট এমাদাদুল ইসলাম মাদ্রাসার মুহতামিম বড় হুজুরকে ছাত্রলীগ তুলে নিয়ে যাচ্ছে বলে গুজব ছড়ানো হয়।

এ ঘটনায় দায়ের হওয়া ছয়টি মামলার মধ্যে তিনটি মামলার অভিযোগপত্র দেয়া হয়েছিল। তবে বাদির আপত্তির কারণে আদালতের নির্দেশে মামলাগুলোর অধিকতর তদন্ত চলছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.