স্কুল ছাত্র আহত হওয়ায় ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ

কামরুল ইসলাম দুলু , সীতাকুন্ড : চট্টগ্রামের সীতাকুন্ডে রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় অজয় চন্দ্র দাশ (১২) নামে এক স্কুল ছাত্র আহতের জের ও ফুট ওভার ব্রীজের দাবিতে উত্তেজিত প্রায় তিন হাজার শিক্ষার্থী সোয়া এক ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।

আজ (৩১ মে) মঙ্গলবার সকাল পৌনে দশটা থেকে এগারটা পর্যন্ত টানা সোয়া এক ঘন্টা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে অবরোধের সৃষ্টি করেন শিক্ষার্থীরা। দূর্ঘটনায় আহত অজয় দাশ একি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ফেদাইনগর এলাকার সুনীল চন্দ্র দাশের পুত্র ও টেরিয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।

সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ নেজামুল ফাহামি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘স্কুলের ছাত্র আতের জের ধরে ছাত্র-ছাত্রীরা মহাসড়কে উঠে পড়ে এবং ফুট ওভার ব্রীজ না হলে মহাসড়ক থেকে নামবে না। পরে প্রশাসনের উদ্ধধন কর্মকর্তার আশ্বাসে ছাত্র-ছাত্রীরা ক্লাস রুমে ফিরে যায়।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.