৩৯ বছর অ্যাপলের

0

বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেটেড। সম্প্রতি ৪০ বছরে পা দেওয়া অ্যাপলের যাত্রা শুরু হয় ১৯৭৬ সালের ১ এপ্রিল। স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিয়াকের হাত ধরেই যাত্রা শুরু হয় অ্যাপলের। এই দুই সহপ্রতিষ্ঠাতা ছাড়াও অ্যাপলের শুরুর সময়ে ছিলেন আরেক সহপ্রতিষ্ঠাতা রন ওয়েন। যাত্রা শুরুর সময় একসঙ্গে থাকলেও মাত্র ১১ দিনের মাথায় এ উদ্যোগ ছেড়ে যান রন।
• অ্যাপলের প্রথম পণ্য ‘অ্যাপল ওয়ান’ বাজারে আসে ১৯৭৬ সালের জুলাই মাসে।
• ১৯৮০ সালে অ্যাপল শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হয়।
• ১৯৮৪ সালে ম্যাকিনটোস, অল-ইন-ওয়ান পিসি বাজারে চালু হয়।
• ১৯৮৫ সালে অ্যাপলের পরিচালনা পর্ষদ থেকে সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে বের করে দেওয়া হয়।
• ১৯৮৬ সালে অ্যাপল থেকে বের হয়ে স্টিভ জবস চালু করেন অ্যানিমেশন স্টুডিও ‘পিক্সার’।
• ১৯৯৭ সালে পিক্সার অধিগ্রহণ করে অ্যাপল এবং স্টিভ জবস আবার অ্যাপলে ফিরে আসেন প্রধান নির্বাহী হিসেবে।
• ২০০১ সালে বাজারে আসে অ্যাপলের গান শোনার যন্ত্র ‘আই–পড’।
• ২০০৩ সালে চালু হয় গানের দোকান ‘আই টিউনস’।
• ২০০৪ সালে সার্জারির মাধ্যমে টিউমার অপসারণ করেন স্টিভ জবস।
• ২০০৭ সালে বাজারে আসে জনপ্রিয় স্মার্টফোন ‘আইফোন।
• ২০০৯ সালে স্টিভ লিভার প্রতিস্থাপনের জন্য ছয় মাসের ছুটিতে যান।
• ২০১০ সালে অ্যাপল বাজারে নিয়ে আসে ট্যাবলেট ‘আইপ্যাড’।
• ২০১১ সালের ২৪ আগস্ট প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেন স্টিভ জবস। একই বছর বাজারে আসে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ ‘ম্যাকবুক এয়ার’।
• নতুন সিইও হিসেবে যোগ দেন টিম কুক।

• ২০১১ সালের ৫ অক্টোবর মারা যান স্টিভ জবস।
• ২০১২ সালে বাজারে আসে ‘অ্যাপল টিভি’।
• ২০১৫ সালে বাজারে আসে ‘অ্যাপল ওয়াচ’।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.