সরকার কৃষিখাতে বিপ্ল­ব সৃষ্টি করেছে ,সাংসদ মোস্তাফিজুর রহমান

0

বাঁশখালী প্রতিনিধি  :  বাঁশখালী উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত খামার যান্ত্রিকী করণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি (২য় পর্যায়) প্রকল্প এর অর্থায়নে ৩০% উন্নয়ন সহায়তার আওতায় পাওয়ার টিলার ও পাওয়ার থ্রেসার বিতরণ অনুষ্ঠান গতকাল উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিনিয়র কৃষি প্রকৌশলী মোঃ আবদুল আহাদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাপিয়া বেগম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, শীলকূপ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, সরল ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত
আলী তালুকদার, এমপি’র একান্ত সচিব তাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ্ আলম, উপজেলা শিা অফিসার রবিউল হোসাইন প্রমুখ। এছাড়াও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার মতায় এলে দেশে কৃষিেেত্র বিল্পব সাধিত হয়। খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়। তিনি কৃষকদের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদপে গুলো যথাযথ বাস্তবায়নে যারা আন্তরিক ভাবে কাজ করেন তাদেরকেও ধন্যবাদ জানান। এরপর প্রধান অতিথি বাঁশখালীর কৃষকদের মাঝে ৫০টি পাওয়ার টিলার এবং ১২ পাওয়ার থ্রেসার বিতরণ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.