শাহজালালে ৩ হাজার অবৈধ সিগারেট জব্দ

ঢাকা : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের দুই যাত্রীর কাছ থেকে ৩ হাজার ৭০০ প্যাকেট সিগারেট জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। আজ (১৯ জুন) রোববার ভোরে অবৈধভাবে আনা এসব সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো বেনসন এবং ইজি ব্র্যান্ডের।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার বলেন, মো. ইসমাইল আজাদ নামে এক যাত্রী ভোর সাড়ে ৫টায় দোহা থেকে আগত কাতার এয়ারওয়েজ এবং মো. পারভেজ শারজাহ থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইটে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের লাগেজ তল্লাশি করে সিগারেটগুলো জব্দ করা হয়। এদের মধ্যে পারভেজ গত ২ বছরে ৪৫ বার এবং ইসমাইল গত ৪ মাসে ৮ বার দেশের বাইরে গিয়েছেন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.