চট্টগ্রামে এস এস সি পরিক্ষায় ২০ টি স্কুলের সর্বচ্চো রেজাল্ট

0

সিটিনিউজবিডি : শিক্ষাবোর্ড ৫ টি সূচকের ভিত্তিতে প্রতিবারই  সবচেয়ে ভাল রেজাল্ট অধিকারী  ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে থাকে। তালিকায় এবারও প্রথম স্থান বজায় রেখেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, দ্বিতীয় অবস্থানে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তৃতীয় অবস্থানে ফেীজদারহাট ক্যাডেট কলেজ এবং চতুর্থ অবস্থানে রয়েছে চট্টগ্রাম মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়(বাওয়া)। কলেজিয়েট ২০১২ সাল থেকে টানা চার বছর প্রথম হওয়ার কৃতিত্ব অর্জন করলো।

শীর্ষ ২০ এ বরাবরের মতো নগরীর স্কুলগুলোরই প্রাধান্য। চট্টগ্রাম নগরী ও জেলার বাইরে কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয় তালিকায় ঠাঁই করে নিয়েছে। তাদের অবস্থান ১৬ তম।

প্রথম- চট্টগ্রাম কলেজিয়েট স্কুল । পরীক্ষা দিয়েছে ৪০৩ জন, পাশ করেছে সবাই, জিপিএ পেয়েছে ৩৭৭ জন, শিক্ষাবোর্ড কর্তৃক প্রাপ্ত পয়েন্টের হার ৯৫.৯৭
দ্বিতীয়- ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে ৩৩৪ জন, পাশ করেছে ৩৩৩ জন, জিপিএ-৫ পেয়েছে ২৮৫ জন, শিক্ষাবোর্ড কর্তৃক প্রাপ্ত পয়েন্টের হার ৯১.১৬।
তৃতীয় – ফৌজদারহাট ক্যাডেট কলেজে পরীক্ষা দিয়েছে ৫৫ জন, পাশ করেছে ৫৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৫৫ জন , শিক্ষাবোর্ড কর্তৃক প্রাপ্ত পয়েন্টের হার ৯১.০০।
চতুর্থ-বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজে পরীক্ষা দিয়েছে ৪২৬ জন, পাশ করেছে ৪২৫ জন, জিপিএ পেয়েছে ৩০৩ জন, শিক্ষাবোর্ড কর্তৃক প্রাপ্ত পয়েন্টের হার ৮৮.৬৫
পঞ্চম- ইস্পাহানী পাবলিক স্কুল এবং কলেজে পরীক্ষা দিয়েছে ১০৬ জন, পাশ করেছে ১০৬ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন, শিক্ষাবোর্ড কর্তৃক প্রাপ্ত পয়েন্টের হার ৮৭.৮০।
ষষ্ঠ- সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে ৩৩৯ জন, পাশ করেছে ৩৩৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২৫৯ জন, শিক্ষাবোর্ড কর্তৃক প্রাপ্ত পয়েন্টের হার ৮৭.৪৪
৭ম. ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এবং কলেজে ১১২ জন পরীক্ষা দিয়েছে, পাশ করেছে ১১২ জন, জিপিএ-৫ পেয়েছে ৯৮ জন, প্রাপ্ত পয়েন্টের হার হার ৮৬.৪৪।
৮ম. চট্টগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে ২৫০ জন, পাশ করেছে ২৪৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১৭৯ জন, প্রাপ্ত পয়েন্টের হার ৮৫.৯৫ শতাংশ।
৯ম. সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয় ১৫২ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫১, জিপিএ ৫ পেয়েছে ১১৮ , প্রাপ্ত পয়েন্টের হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ।
১০ম. চট্রগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ২৭৮ পাশ করেছে ২৭৪ জিপিএ পেয়েছে ১৯৫ শিক্ষাবোর্ড কতৃক প্রাপ্ত পয়েন্টের হার ৮৫ দশমিক শূণ্য ১ শতাংশ
১১ . নাসিরাবাদ সরকবারি উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৩০৯ ,পাশ করেছে ৩০৭জন, জিপিএ- ৫ পেয়েছে ১৮৯ জন, প্রাপ্ত পয়েন্টের হার ৮৩ দশমিক ৬৯ শতাংশ।
১২. চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার্থী ১৮৩ জন, পাশ করেছে ১৮৩ জিপিএ- ৫ ১২৭, প্রাপ্ত পয়েন্টের হার ৮১ দশমিক ৫৬।
১৩. নৌ বাহিনী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ৫২৪ পাশ করেছে ৫১৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২৩৯ জন, প্রাপ্ত পয়েন্টের হার ৮১ দশমিক ২৯।
১৪. সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষার্থী ৫৩, পাশ করেছে ৫৩, জিপিএ- ৫ পয়েছে ৩৯ জন, প্রাপ্ত পয়েন্টের হার ৮০ দশমিক ৬৩। ১৫.অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুলে পরীক্ষার্থী ২৫৮ জন, পাশ করেছে ২৫৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন, প্রাপ্ত পয়েন্টের হার ৮০ দশমিক ৫২।
১৬. কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরীক্ষর্থী ২৩৮, পাশ করেছে ২৩৭, জিপিএ- ৫ পেয়েছে ১০৯, প্রাপ্ত পয়েন্টের হার ৭৬ দশমকি ৮২ শতাংশ।
১৭. আনোয়ারা কাফকো স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষার্থী ৪৬, পাশ ৪৬, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, প্রাপ্ত পয়েন্টের হার ৭৬ দশমিক ৭২শতাংশ ।
১৮. সেন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুল। পরীক্ষার্থী ১৯৭ জন, পাশ করেছে ১৯৬ জন, জিপিএ ৫ পেয়েছে ৯৭ জন , প্রাপ্ত পয়েন্টের হার ৭৬ দশমিক ১৫।
১৯. বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। পরীক্ষার্থী ২৯০, পাশ ২৮৭ জিপিএ- ৫ পেয়েছে ১১৯, প্রাপ্ত পয়েন্টের হার ৭৫ দশমিক ৯৯ শতাংশ ।
২০. সেন্ট প্লাসিড বয়েজ স্কুল । পরীক্ষার্থী ১৮২, পাশ ১৮০, জিপিএ- ৫ পেয়েছে ৯১ , প্রাপ্ত পয়েন্টের হার ৭৫ দশমিক ৩৭।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.