রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের বার্ষিক সভা

লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়ার রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রশিদেরঘোনা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিনহাজুল ইসলাম ফয়সাল। সাধারণ সম্পাদক সরওয়ার কামালের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রবিউল হোসাইন রাসেল। বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান মাঈনুল ইসলাম রাসেল, মারুফ হাসান রিজভী।

এসময় উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদের কো-চেয়ারম্যান হারুন-অর-রশিদ, সদস্য জুলফিকার আলী, কাওসার আলম, সাইফুল ইসলাম, ফারুক আহমেদ, মামুনুর রশিদ, হুমায়ুন কবির, মো. সোহেল, বেলাল উদ্দীন, হোসেন মো. ফয়সাল, সাদমান আসিফসহ সংগঠনের সদস্যরা। সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন, বার্ষিক হিসাব পেশ, সাংগঠনিক প্রতিবেদন পেশ করা হয়। সভায় গঠনতন্ত্র পাঠ করেন মো. সোহেল।

সভা শেষে সর্বসম্মতিক্রমে ২০১৬-১৮ বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন স্থায়ী পরিষদের কো-চেয়ারম্যান হারুন-অর-রশিদ। এতে পুনরায় মিনহাজুল ইসলাম ফয়সালকে সভাপতি ও সরওয়ার কামালকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হল – সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী, সহ-সভাপতি মো. জুনাইদ, সহ-সভাপতি বেলাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিব উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ হাসান রিজভী, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসাইন রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাদমান আসিফ, অর্থ সম্পাদক হোসেন মুহাম্মদ ফয়সাল, যুগ্ম-অর্থ সম্পাদক ইমরানুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ানুল কবির বাবু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমানুল হক জালালী শাকিল, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাহেল ইসলাম, উপ-দপ্তর ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ তারেক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ হুমায়ুন, ছাত্র কল্যাণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপ-ছাত্র কল্যাণ সম্পাদক মিনহাজ উল্লাহ, মহিলা সম্পাদিকা ফাতেমা জান্নাত জিহান, সহ-মহিলা সম্পাদিকা জুলি আক্তার শান্তা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ আসরার, সিনিয়র নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য মো. মাঈন উদ্দীন হাসান আরাফাত, ওসমান গণি।

সংগঠনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান মাঈনুল ইসলাম রাসেল আগামি দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.