ঝিনাইদহে বন্দুকযুদ্ধে যুবক নিহত,অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। সোমবার রাত সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে ঝিনাইদহ মাগুরা সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, রাত সাড়ে ৩ টার দিকে ঝিনাইদহ সদর থানার টহল পুলিশের একটি দল হাটগোপালপুর থেকে ঝিনাইদহের দিকে আসছিল। পুলিশ আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়। তারা হচ্ছেন, কনস্টেবল ফয়সাল ও সুমন।
আত্নরক্ষাতে পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে ১০ মিনিট গোলাগুলির পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল তল্লাশি করে এক যুবকের গুলিবিদ্ধ লাশ, ১ টি শাটার গান, ২ রাউন্ড বন্দুকের গুলি, ৫ টি হাত বোমা ও ৩ টি রামদা উদ্ধার করে।

নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.