মোদির আগেই মমতা আসছেন ঢাকায়

0

সিটিনিউজবিডিঃ বৃহস্পতিবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র দিল্লি ও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আগামীকাল শুক্রবার সন্ধ্যায় তিনি হযরত শাহাজালাল আন্তর্জািতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই রাষ্ট্রীয় সফরে ঢাকা আসার এক দিন আগেই আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মোদির এক দিন আগে চলেও যাবেন তিনি।

আগে থেকেই জানা গেছে আগামী ৬ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন নরেন্দ্র মোদি। এ সফরে ছিটমহল বিনিময়, বাণিজ্য ও বিদ্যুৎসহ ডজনখানেক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে মিজোরাম ছাড়া বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও মোদির সফরসঙ্গী হচ্ছেন।

তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে তিস্তা চুক্তি করার আশ্বাস দেয়ায় ঢাকা আসতে আপত্তি জানিয়েছিলেন মমতা। পরে তিস্তা চুক্তি না করার নিশ্চয়তা পেয়েই আসছেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.