বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন পণ্ড

0

বান্দরবান প্রতিনিধি :  বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলনে এক গ্রুপের অতর্কিত হামলায় কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ ২০ জন আহত হয়েছে। ঘটনাস্থান থেকে পুলিশ আটক করেছে দুজনকে।

স্থানীয় রাজার মাঠে শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষ শুরু হওয়ার কিছুক্ষণ পর ছাত্রলীগের দুই পক্ষ তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের সম্মেলন পণ্ড হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

ছাত্রলীগের প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর।

জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লক্ষ্মীপদ দাশ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংঘর্ষের পর ছাত্রলীগের সভাপতি প্রার্থী আহসানুল আলম রুমু’র নেতৃত্বে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা কেন্দ্রীয় সভাপতিকে সম্মেলন প্রত্যাখ্যান করে স্মারকলিপি দিয়েছেন।

সম্মেলন পণ্ড হয়ে যাওয়ায় ছাত্রলীগের নতুন সভাপতি/সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেনি কেন্দ্রীয় কমিটির সভাপতি। পরে তারা পুলিশের পাহারায় বান্দরবান ত্যাগ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.