লক্ষ্মীপুরে মওলানা হত্যা মামলায় ১১ জনের ফাঁসি

0

সিটিনিউজবিডি : লক্ষ্মীপুরে মওলানা বাবর হত্যা মামলায় ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে অদালত।

মঙ্গলবার লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইদুর রহমান গাজী ১৩ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডাদেশ পাওয়া চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন সদর উপজেলার তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু ও মহিন উদ্দিন। অন্যরা পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম বলেন, ২০০৩ সালের ৮ মার্চ রাতে সদর উপজেলার তিতারকান্দি গ্রামের যুবদলকর্মী মওলানা বাবর মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই নুর আলম সদর থানায় ১৫ জনকে আসামি দেখিয়ে মামলা করেন।

আইনজীবী কালাম বলেন, মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে ১১ আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন বিচারক সাইদুর রহমান গাজী।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামিরা হলেন – তিতারকান্দি গ্রামের কালা মুন্সি, সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নাথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.