৩৮ ভাগ নির্মাণ কাজ সম্পন্ন পদ্মাসেতুর : কাদের

0

সিটিনিউজবিডি : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মাসেতুর নির্মাণ কাজ এরই মধ্যে ৩৮ ভাগ শেষ হয়ছে। বাকি কাজ যথা সময়ের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতায় শেষ হবে।’

শনিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলায় সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১০৮তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, ‘আগামী বছর শুরু হবে ৭০৩ কিলোমিটার সীমান্ত সড়কের নির্মাণকাজ। দেশের ১ম কক্সবাজার মেরিন ড্রাইভ উদ্বোধন হবে আগামী বছর মার্চে। ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড সড়কের নির্মাণ কাজ শেষ হলে দুই ঘণ্টার মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় যাতায়াত করা যাবে।’

সেনাবাহিনীর প্রধান ও ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, ‘এ ব্যাংক মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জন্য কাজ করছে।’

আনিসুল হক বলেন, ‘অথনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে এগিয়ে চলছে ট্রাস্ট ব্যাংক। বিশ্বস্ততা, নির্ভরতা, পেশাদারিত্ব ও স্বচ্ছলতার মধ্য দিয়ে এ ব্যাংকের কার্যক্রম এগিয়ে চলছে। ব্যাংকটি এ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে সহায়তা করবে।’

এতে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী ইসতিয়াক আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এনায়েত উল্যাহ, মেজর জেনারেল সাহেদুল হক ও জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.