এএসআই কলিমুর যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন

0

সিটিনিউজবিডি  :       গণধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, তবে এটি এখনো পুলিশের হাতে এসে পৌঁছায়নি।রামপুরায় নারী কনস্টেবলকে গণধর্ষণের ঘটনার মূল আসামি খিলগাঁও থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কলিমুর রহমানকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম। ঘটনার পর থেকেই কলিমুর নিখোঁজ রয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন তিনি।’

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের যুগ্ম-কমিশনার এ কথা জানান।

এদিকে অজ্ঞাত স্থান থেকে বাংলামেইলের কাছে ফোন করে অভিযুক্ত এএসআই কলিমুর রহমান নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার দাবি, ঘটনার দিন রাতে তার সাবেক স্ত্রীর (পুলিশ কনস্টেবল) সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। তার সাবেক স্ত্রী সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসিয়েছেন।

তবে তিনি এখন কোথায় আছেন তা জানাতে অস্বীকৃতি জানান। কলিমুরের সঙ্গে দীর্ঘ কথোপকথনের একপর্যায়ে তার সঙ্গে সরাসরি দেখা করে কথা বলার ইচ্ছে প্রকাশ করলে আত্মগোপনে থাকায় তিনি অপারগতা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.