চাঁদাবাজকে চাঁদা দিবেন না- অাব্দুল জলিল মন্ডল

0

গোলাম সরওয়ার :  ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা করার পাশাপাশি ‘মানুষকে ফাঁকি দেয়ার চিন্তা বাদ দিতে বলেন ’ পুলিশ কমিশনার অাব্দুল জলিল মন্ডল।ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, । কোন চাঁদাবাজকে চাঁদা দেয়া যাবে না। কেউ চাঁদা নিতে আসলে পুলিশকে জানাবেন। চাঁদাবাজদের স্থান চট্টগ্রামে হবে না।

বুধবার বিকেলে নগরীর চাপোর্ট মেইন মার্কেটে ফরমালিন টেস্ট বুথ উদ্বোধনের পর মার্কেটের দোকানদার কল্যান সমিতি ও কাঁচাবাজার সমিতি যৌথভাবে মতবিনিময় সভার অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

পুলিশ কমিশনার বলেন, ‘সরকারের কর্মসূচি বাস্তবায়নে পুলিশ আইনগত সহায়তা করে। কিন্তু একটি বিশেষ মহল অপপ্রচার চালিয়ে পুলিশের ভাবমুর্তি নষ্ট করার অপচেষ্টা করছে। তাদের থেকে সর্তক থাকতে হবে।’

অনুষ্ঠানে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী উপস্থিত ছিলেন।

বর্তমানে নগরীর পাঁচটি কাঁচাবাজারে ফরমালিন টেস্ট বুথ স্থাপন করেছে নগর পুলিশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.