মৎস রক্ষা সংরক্ষন আইন ২০০২ সংশোধনের দাবিতে মানববন্ধন

0

সিটিনিউজবিডিঃ আজ রোববার ঢাকা-মুক্তারপুর সড়কে, লক্ষাধিক মালিক শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিতসহ নাইলন মনোফিলামেন্ট সূতার তৈরী জালকে কারেন্ট জাল হিসাবোবহিত না করার দাবীতে  মানববন্ধন করেছে মৎস উপকরন প্রস্তুতকারক মালিক সমবায় সমিতি।

সকাল ১০ টা থেকে প্রায় এক ঘন্টা এ মানব বন্ধনে মুক্তারপুর সেতুর উপর সহস্রাধিক নারী-পুরুষ শ্রমিক ও মালিক পক্ষ দীর্ঘ চেইন সৃস্টি করে। মানুষের ঢল নামে মানববন্ধনে। ফলে মুক্তারপুর-ঢাকা সড়কে যানবাহন চলাচল বাধাগ্রস্থ হয়।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন মৎস উপকরন প্রস্তুতকারক মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আবদুল মতিন, গোলাম মোস্তফা, গোলাম কিবরিয়া, আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন। বক্তারা বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কালো আইন বাতিল সহ সংশোধনী আইন মহান সংসদে পাশ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.