জহির মসজিদ –কেদাহ, মালয়েশিয়া।

0

জহির মসজিদ –কেদাহ মালয়েশিয়ার রাষ্ট্রীয় মসজিদ। মালয়েশিয়ার  রাজধানী কেন্দ্রে অবস্থিত। এটি মালয়েশিয়ার সবচেয়ে বড় এবং প্রাচীনতম মসজিদ। জহির মসজিদ -কেদাহ  ১৯৯২ সালে নির্মিত হয়েছিল। মসজিদের পাঁচটি বড় গম্বুজ  ইসলামের পাঁচটি মূল নীতিগুলো প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজ্যের বার্ষিক কুরআন পাঠ প্রতিযোগিতা মসজিদ প্রাঙ্গণে মধ্যে  অনুষ্ঠিত হয়।  এই মসজিদটি বিশ্বের শীর্ষ ১০ সবচেয়ে সুন্দর মসজিদ নির্বাচিত হয়েছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.